পেনশনসহ শতভাগ বেতন ভাতার দাবিতে আগামী ১০ই মার্চ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন পঁচিশ হাজার পৌর কর্মকর্তা কর্মচারি। দেশের ৩২৭ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা এতে অংশ নেবেন। ওইদিন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় এ অবস্থান কর্মসূচির কথা জানিয়েছেন পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো, আব্দুল আলীম মোল্লা ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম।
এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, দেশের ৩২৭ পৌরসভার মধ্যে ২২৬ টি পৌরসভায় দুই থেকে ৫৯ মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে। বকেয়ার পরিমাণ ৫৫০ কোটি টাকা। এছাড়া সকল পৌরসভায় অবসর ভাতা রয়েছে বকেয়া। এতে ১৮ হাজার কর্মকর্তা-কর্মচারিকে বেতন ভাতা না পেয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হচ্ছে। এ পর্যন্ত ৭৬৯ জন অবসরে গেছেন। তাদের পাওনা রয়েছে ১২৫ কোটি টাকা।
ওই দিন দেশের সকল পৌরসভায় নাগরিক সেবা বন্ধ থাকবে বলেও তারা ঘোষণা দেন। নেতৃবৃন্দ বলেন, আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবো।