Home » জাতীয় » এবার অবস্থান কর্মসূচির ডাক দিলেন পৌর কর্মকর্তা-কর্মচারিরা

এবার অবস্থান কর্মসূচির ডাক দিলেন পৌর কর্মকর্তা-কর্মচারিরা

পেনশনসহ শতভাগ বেতন ভাতার দাবিতে আগামী ১০ই মার্চ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন পঁচিশ হাজার পৌর কর্মকর্তা কর্মচারি। দেশের ৩২৭ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা এতে অংশ নেবেন। ওইদিন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় এ অবস্থান কর্মসূচির কথা জানিয়েছেন পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো, আব্দুল আলীম মোল্লা ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম।

এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, দেশের ৩২৭ পৌরসভার মধ্যে ২২৬ টি পৌরসভায় দুই থেকে ৫৯ মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে। বকেয়ার পরিমাণ ৫৫০ কোটি টাকা। এছাড়া সকল পৌরসভায় অবসর ভাতা রয়েছে বকেয়া। এতে ১৮ হাজার কর্মকর্তা-কর্মচারিকে বেতন ভাতা না পেয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হচ্ছে। এ পর্যন্ত ৭৬৯ জন অবসরে গেছেন। তাদের পাওনা রয়েছে ১২৫ কোটি টাকা।

ওই দিন দেশের সকল পৌরসভায় নাগরিক সেবা বন্ধ থাকবে বলেও তারা ঘোষণা দেন। নেতৃবৃন্দ বলেন, আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবো।

About Bangla Tidings

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অস্বাস্থ্যকর শহর: ঢাকাকে ছাড়িয়ে শীর্ষে দিনাজপুর

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে সবচেয়ে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকাকে পিছনে ফেলে শীর্ষে উঠে ...

চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ১৬তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুললো ভারত। এর মাধ্যম আটবার ...

জাতিসংঘের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

চৌধুরী তুহি, ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ...

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক-পরিচালক এর দুই বছর কারাদণ্ড, মার্কিন দূতাবাসের উদ্বেগ

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ ...