কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের আন্ত:ব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের আয়োজনে দু’দিন ব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিলো আজ মঙ্গলবার।
টুর্নামেন্টে দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হয় বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত বিপ্লব ও আবু সাদাত সায়েম। এবং রানার্স-আপ হয় ৭ম ব্যাচের শিক্ষার্থী আতাউল্লাহ ও কামরুল হাসান।

চ্যাম্পিয়ন দলের শাহাদাত বিপ্লব
অন্যদিকে একক খেলায় চ্যাম্পিয়ন হয় ১০ম ব্যাচের শিক্ষার্থী আবু সাদাত সায়েম এবং রানার্স-আপ হয় ৭ম ব্যাচের শিক্ষার্থী আতাউল্লাহ।

আবু সাদাত সায়েম
এর আগে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে কেক কেটে খেলার উদ্বোধন করেন বিভাগেরসভাপতি অধ্যাপক ড. মাসুদা কামাল।
এ সময় বিভাগের সহকারী অধ্যাপক মো: রুহুল আমীন ও জিয়া উদ্দিন, প্রভাষক মো: নাহিদুল ইসলাম ও আশিকুর রহমান এবং এসোসিয়েশনের সভাপতি ও বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদাউস ও সহ-সভাপতি নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফিরোজসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভাগের শিক্ষার্থীররা উপস্থিত ছিলেন।