সুগন্ধি কার না পছন্দ?সবাই ই চায় নিজের ঘর-বাড়ি কে সুগন্ধময় রাখতে। একটু খেয়াল করলেই ঘর থাকবে দুর্গন্ধমুক্ত।
আজ আমরা বলবো খুব সহজেই ঘর-বাড়ি দুর্গন্ধমুক্ত রাখার কিছু সহজ কৌশল।
তাহলে আর দেড়ি কেন? চলুন জেনে নেয়া যাক সেই কৌশল গুলো,
সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের খুলে দিতে হবে ঘরের জানালা গুলো। তাতে সারারাতেরর জমে থাকা কার্বন-ডাই-অক্সাইড বেরিয়ে যাবে। আর ঘরে ঢুকবে ভোরের মিষ্টি বাতাস।
ঘরের কোনায় কোনায় পুটলিতে বেধেঁ ন্যপথালিন বা নিম পাতা রাখুন।তবে বাচ্চাদের থেকে ন্যাপথালিনের পুটলি সাবধান।
ধোয়া লাগবে এমন কাপড় গুলো বাকেট বক্সে গুছিয়ে রাখুন।কেননা বাসি কাপড় থেকে ঘর হবে দুর্গন্ধ।
এটাচ বাথরুম থাকলে অবশ্যই বাথরুম সবসময় পরিষ্কার রাখুন। প্রয়োজনে বাথরুমে ন্যাপথালিন ব্যাবহার করুন।
ঘরকে সুগন্ধময় রাখে তেজপাতা। তেজপাতা পুরে গুরা গুলো একটা পুটলিতে বেধে ঝুলিয়ে রাখতে পারেন।
তাছাড়া বাজারে বিভিন্ন প্রকার এয়ার ফ্রেশনার তো আছেই।
আপনি চাইলে পছন্দ মতো এয়ার ফ্রেশনার ব্যবহার করতে পারেন।
পরামর্শদাতা; নুসরাত জাহান