ব্রণের কষ্টে নাকাল? কাউকে মুখ দেখতে পারছেন না? আসুন ঘরোয়া পদ্ধতিতে ব্রণ দূর করার কিছু সহজ নিয়ম।
ব্রণে দাগ রোধে ঘরোয়া উপায়:
মুখে অনেক বেশি ফর্সা বা দাগ দূর করার ক্রীম দিলে ত্বক পাতলা হয়ে যায়,
তাই ঘরোয়া উপায় ব্রণে দাগ দূর করতে পারেন।
এজন্য আপনাকে প্রতি রাতে ডিমের সাদা অংশ মুখে লাগাতে হবে।
তবে মনে রাখবেন ঐ সময় কথা বলা থেকে বিরত থাকবেন।
শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ঘরোয়া পদ্ধতি গুলো কাজ ধীরে হলেও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।
//নুসরাত জাহান