চুল ভাঙ্গা রোধ করতে আমরা অনেকেই পার্লারে গিয়ে প্রোটিন ট্রিটমেন্ট নিয়ে থাকি। কিন্তু খুব সহজে স্বল্প খরচে ঘরে ও যে প্রোটিন ট্রিটমেন্ট নেয়া যায় তা অনেকেরই অজানা।
চলুন ঘরে বসেই কিভাবে প্রোটিন ট্রিটমেন্ট নেয়া সম্ভব তা দেখে নেয়া যাক,
এ ট্রিটমেন্টের জন্য লাগবে একটি ডিম, টক দই (চুলের ঘনত্ব,দৈর্ঘ)অনুযায়ী, দু চামচ নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল চারটি, মধু এক চামচ, সাদা সিরকা বড় চুলে এক চামচ ছোট চুলে আধা চামচ।
কিভাবে তৈরী করবেন?
সব উপাদান একসাথে মিশিয়ে চুলে লাগান।
এক ঘন্টা পর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন।শ্যাম্পুর পর নিজের চুলের ভক্ত নিজেই হয়ে যাবেন।
মনে রাখবেন ভেজা চুল কখনো আচড়াবেন না বা হাত দিয়ে ঝাড়বেন না তাতে চুল দুর্বল হয়ে যায়।আর যাদের হরমোনাল সমস্যা আছে বা ভিটামিন এর অভাব জনিত কারনে চুল পরে তারা প্রোটিন ট্রিটমেন্ট এর পাশাপাশি ভালো কোন ডাঃ এর পরামর্শ নিন। ভালো থাকুন,সুস্থ থাকুন।
পরামর্শদাতা: নুসরাত জাহান।