চেহারর সৌন্দর্য বাড়িয়ে তোলে চোখ। আর সেই চোখের নিচে যদি থাকে কালো তাহলে মনটা থাকেনা ভালো।
তাই আজ আপনাদের জন্য রয়েছে, চোখের নিচের কালো দাগ দূরের কিছু সহজ টিপস।
কিভাবে দূর করবেন চোখের নিচের কালো দাগ?
রাতে ঘুমের আগে কটন বারে নারকেল তেল লাগিয়ে চোখের চারপাশে আলতো করে লাগিয়ে ঘুমিয়ে পরুন।
সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পানির ঝাপটা দিন।
চোখের চারপাশে ঘসামাজা করবেন না।
টি ব্যাগ ফেলে দিবেন না,ফ্রিজে রেখে দিন ক্লান্তি লাগলে চোখের পাতার উপর টি ব্যাগ দিয়ে রাখুন।
যারা অফিসে দীর্ঘ সময় কম্পিউটার এর সামনে বসে থাকেন তারা সুযোগ পেলে কাজের ফাঁকে কিছুক্ষন এর জন্য হলেও চোখ বন্ধ করে রাখুন।
পর্যাপ্ত পানি খান। তাতে চোখের কালো দাগ ৮০% দূর হবে।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
আরো টিপস জানতে চাইলে মন্তব্য করুন।
//নুসরাত জাহান