বাংলাদেশের বহুল প্রত্যাশিত তিস্তা পানি বণ্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করাতে নয়াদিল্লি সচেষ্ট বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার নয়াদিল্লির ভারতীয় রাষ্ট্রপতি ভবনে, সফররত রাষ্ট্রপতি আবদুল হামিদ সাথে একান্ত বৈঠকে এ কথা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, “বৈঠকের সময় রাষ্ট্রপতি বালাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তিস্তার পানি বণ্টনের প্রসঙ্গ তুলে ধরেন। জবাবে মোদী বলেন, তার সরকার এ ব্যাপারে সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে এবং সকলকে নিয়েই সমাধান করতে আগ্রহী।”
মোদীর বরাত দিয়ে প্রেস সচিব বলেন, “ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘উই আর ট্রাইং টু কিপ হার অন বোর্ড’।”
নয়া দিল্লির ওই বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রশংসা করেন।
রাষ্ট্রপতি এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মান, নিরাপদ ও নিরাপত্তার সঙ্গে প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা কামনা করলে মোদী বলেন, বিষয়টি নিয়ে মিয়ানমারের সঙ্গে তার দেশের আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বের ১২১ দেশের সৌরবিদ্যুৎ সহযোগিতা-বিষয়ক জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) ‘ফাউন্ডিং কনফারেন্স’ এর ফাঁকে দুই নেতা বৈঠকে বসেন। দিল্লির রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে অনুষ্ঠিত ওই সম্মেলনে বাংলাদেশ, ভারত ছাড়াও অংশ নিচ্ছে শ্রীলংকা, ফ্রান্সসহ ২৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ৯ দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা।