Home » প্রবাস » তুরস্কে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে’তে বাংলাদেশকে উপস্থাপনা

তুরস্কে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে’তে বাংলাদেশকে উপস্থাপনা

তুরস্কের ইসপারতা শহরে সুলায়মান দেমিরেল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল  স্টুডেন্ট ডে ।

গত ২৮ তারিখে বাংলাদেশ সহ প্রায় ৯২ টি দেশের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলায়মান দেমিরেল ইউনিভার্সি টির ভাইস রেক্টর মুরাদ আলি দুলুপচু । বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ । অথিথিরা সহ সকল দেশের ছাত্রদের উপস্থিথিতে নিজ নিজ দেশের পতাকা হাতে বিশাল রেলি বের হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল দেশকে পরিচিত করানোর জন্য দেশভিত্তিক স্টলের ব্যাবস্থা ছিল ।

ছবিঃ বাংলাদেশের স্টলে দর্শনার্থীদের উপস্থিথি

বাংলাদেশের স্টলে দর্শনার্থীদের বাংলাদেশী সংস্কৃতি উপস্থাপনা করেন সেই ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র আঃ রউফ ও আব্দুল্লাহ আল মাহমুদ । বাংলাদেশের স্টলে ছিল জাতীয় পোশাক, দেশকে পরিচয় করিয়ে দেয়ার জন্য ডকুমেন্টারি,তার্কিশ ভাষায় লেখিত বঙ্গবন্ধুর জীবনী, হ্যান্ডবুক,লিফলেট ইত্যাদি। উপস্থিত দর্শকদের জন্য বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল ।

About buddin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

থ্যালাসেমিয়া সচেতনতা নিয়ে কুবিতে সেমিনার

শাহাদাত বিপ্লব, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র আয়োজনে ও ...

প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে বই তুলে দিলেন বাংলাদেশী লেখক হাফিজুর রহমান

তুরস্ক থেকে বোরহান উদ্দিনঃ তুরস্কের  রাষ্টপতি রেজেপ তাইয়েপ এরদোয়ান কে নিয়ে বাংলাভাষায় লিখিত প্রথম বই ...

ইতালিতে বাংলাদেশিদের শোচনীয় অবস্থা ।

উন্নত জীবনের প্রত্যাশ্যায় ইতালিতে অবস্থান করছেন এক লাখ ৪০ হাজার বাংলাদেশী। এর মধ্যে শুধু রোমেই ...

আতঙ্ক কমেছে মালদ্বীপে থাকা বাংলাদেশীদের

দু’তিনদিন আগেও অনেকের মাঝে যেমন আতঙ্ক ছিল, তা এখন কিছুটা কমেছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন ...