আফনান চৌধুরী : মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা করতে চায়, আর বিএনপি জামাত মানুষ খুন করে মানুষকে আগুনে পুড়ায়। তারা ধ্বংস করতে পারে সৃষ্টি করতে পারে না। বিএনপির আমলে এই খুলনা ছিল সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য। আমরা খুলনাকে শান্তির নগরীতে পরিণত করেছি। শনিবার খুলনা সার্টিক হাউজ ময়দানে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, উনি অফিসে বসে বিরানি খেয়েছেন আর মানুষ পোড়ানোর নির্দেশ দিয়েছেন। আজকে খালেদা জিয়া দুর্নীতি কাছে,কোর্ট রায় দিয়েছে,এখানে আওয়ামীলীগের কিছু করার নাই।দুর্নীতি করলে তাকে শাস্তি পেতে হবে ।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না।বাংলাদেশে কেউ কুড়ে ঘরে বাস করবে না নিদেনপক্ষে একটা টিনের ঘর হলেও আমার তৈরী করে দেবো।’
তিনি বলেন, যুবসমাজ যাতে পড়ালেখা শিখতে পারে সেজন্য আমরা প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত ফ্রি বই দিয়েছি। আপনাদের সন্তানদের জন্য এখন আর বই কিনতে হচ্ছে না।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে দেশের মানুষের হাতে কোনো মোবাইল ছিল না। আমরা ক্ষমতায় এসে সবার হাতে হাতে মোবাইল পৌঁছে দিয়েছি। তিনি আসা দিয়ে বলেন, ভোলায় অনেক গ্যাস রয়েছে,ভোলা থেকে পাইপে করে বরিশাল ও খুলনায় গ্যাস সরবরাহ করা হবে।
সমাবেশের শুরুতে ডা. দিপু মনি বলেন, ‘যারা এতিমদের টাকা লুটপাট করে দেশকে কলঙ্কিত করেছে শেখ হাসিনার নেতৃত্বে তাদের হাত থেকে এ দেশ কে মুক্ত করবো।’
মাহবাবুল আলম হানিফ বলেন, বিএনপি নেতারাও খালেদা ও তার পরিবারের নেতৃত্ব চায় না,তাই তারা বলছে খালেদা জেলে থাকলেই ভালো।