এখানে ভালবাসায় রক্ত লেগে রয়,
অথচ তোমার আকাশ নীল।
আমি তাজ্জব বনে যাই,
দেখে তোমার হাসি,
রক্তের ফিনকী।
তোমার আকাশে ওড়া নীল প্রজাপতিগুলো
ধরে ধরে আমার বুকের বাক্সে জমাই ,
প্রান খুলে বুক খুলে ভালবাসতে থাকি।
তারপর সরিষার খেত পার হয়ে
তুলার ফুল ছিড়তে পারি নি,
চল মিশে যাই মেঘের গুড়োর সাথে।
আর তাকিয়ে দেখ আমায় দেখতে পাবি,
আকাশে।…..
এখনি তাকা!!
তাকাইছচ, তাকাস না।
লেখক-জোবায়ের হোসাইন জুব
উৎসর্গ: তৌহিদুর রহমান