বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। রবিবার সকালে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দোনা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী সুরমা আক্তার শিল্পি (৩৫) ও তার ছেলে ওমর হাওলাদার (৭)।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা খবর, ওমর ও তার মা সুরমা আক্তার স্কুলের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এমন সময় বাগেরহাটের দিক থেকে চীনা নাগরিকের একটি পাজেরো গাড়ি দ্রুত গতিতে এসে যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যানের ধাক্কার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মা ও ছেলে রাস্তার উপর পড়ে গেলে গাড়িটি তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওমর দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে চীনা নাগরিকসহ পাজেরো গাড়িটি আটক করা হয়েছে। লাশ দুটিকে মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে থানায় নেয়া হয়েছে।