জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়,
“মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল ভরা বাক
কন্ঠে মোদের কুষ্ঠাবিহীন নিত্যকালের ডাক
মোদের চোখে বিশ্বাসীর স্বপ্ন হোক সফল
আমরা ছাত্র দল”।
একজন আদর্শ ছাত্রের ৪ টি দায়িত্ব রয়েছে –
১. স্রষ্টার প্রতি দায়িত্ব
২. মাতা-পিতার প্রতি দায়িত্ব
৩. নিজের প্রতি দায়িত্ব
৪. দেশের প্রতি দায়িত্ব
আর একজন আদর্শ ছাত্রকে সর্বদা মাথায় রাখতে হবে
‘If you want to change the world, at first change yourself.”
একজন আদর্শ ছাত্রের জীবনে ৩ টি ভাগ
১. ছাত্র জীবন
২. পারিবারিক জীবন
৩. সামাজিক জীবন
এই ৩ টি জীবনে সমন্বয় করতে ৫ টি কাজ করা আবশ্যক
১. পরিকল্পনা তৈরি
২. সময় ভাগ
৩. সময় পরিমাপ
৪. প্রতিদিনের রুটিন কার্যকর
৫. রুটিন নিয়মিত পরিমার্জন করা।
ছাত্র জীবন সফল করার উপায়
ছাত্র জীবন নিয়মিত ৫ টি কাজ করতে হবে-
১. সুন্দর কথা বলা
২. পরিপাটি থাকা
৩. আত্মনির্ভরশীল হওয়া
৪. ব্যক্তিত্ব বজায় রাখা
৫. কঠোর পরিশ্রম করা
একইসাথে একজন আদর্শ ছাত্রকে KSA পদ্ধতি অবলম্বন করতে হবে।
K = Knowledge বা জ্ঞান
S = Skill বা দক্ষতা
A = Attitude বা অংগভঙ্গি
কিভাবে জ্ঞান অর্জন করবেন?
SQ 3RA অর্থাৎ
S = Survey
Q= Question
R = Read
R = Recite
R = Revise
পদ্ধতিতে একজন আদর্শ ছাত্রকে ৩ ধরনের জ্ঞান অর্জন করতে হবে।
১. Religious Basic Knowledge বা ধর্মীয় মৌলিক জ্ঞান
২. Academic Knowledge বা একাডেমিক জ্ঞান
৩. Other Knowledge বা অন্যান্য জ্ঞান
ইসলামিক মৌলিক জ্ঞানের উৎস ৩ টি
ক. কুরআন
খ. হাদীস
গ. ইসলামি সাহিত্য
এছাড়া অন্যান্য ধর্মের জন্য সংশ্লিষ্ট ধর্মের পবিত্র গ্রন্থ ও ধর্মীয় ইতিহাসের বই।
Academic Knowledge বা একাডেমিক জ্ঞানের উৎস ৩টি
ক. পাঠ্যপুস্তক
খ. অতিরিক্ত পাঠ্যক্রম
গ. প্রযুক্তি
একজন ছাত্রকে ধর্মীয়, একাডেমিক জ্ঞানের সাথে আরো ৩ ধরনের জ্ঞান অর্জন করা উচিৎ –
ক. সমসাময়িক জ্ঞান
খ. আপেক্ষিক বা তুলনামূলক জ্ঞান
গ. মৌলিক তথ্য
তিন ধরণের শক্তি পৃথিবীতে ধ্বংস হয় না-
ক. Power of Knowledge বা জ্ঞানের শক্তি
খ. Power of unity বা একতা শক্তি
গ. Power of Morality বা নৈতিক শক্তি
Power of Knowledge বা জ্ঞানের শক্তি অর্জনের জন্য ৩টি জিনিস থাকতে হবে-
ক. মনোযোগ
খ. সত্যবাদিতা
গ. কঠোর কাজ করার মানসিকতা।
জ্ঞানের শক্তি KFCI পদ্ধতিতে অর্জন করা যায়-
K = Knowledge
F = Focuses
C = Take Care About
I = Inspire
একজন ছাত্রকে সাধারণত ৩ শ্রেণীর সাথে Power of unity করতে হয়,
a. Honest & efficient classmate
b. Honest & efficient company
c. Teachers & elders
এলজন ছাত্রকে ৩ ধরনের Morality অর্জন করা জরুরী
a. Human Morality
b. Social Morality
c. Ideal Morality
আদর্শ ছাত্র হতে হলে জীবনে ২ ধরণের দক্ষতা অর্জন করতে হবে
ক. Personal Skill বা ব্যক্তিগত দক্ষতা।
খ. Professional Skill বা পেশাগত দক্ষতা।
Personal Skill:
Personal Skill বা ব্যক্তিগত দক্ষতা অর্জন করতে যেসব Skill এর প্রয়োজন তা হলো-
a. Time Management
b. Confidence
c. Language
d. Self Motivation
e. Science & Technology
f. Perseverance
h. Write
I. Patient
j. Diplomatic
Professional Skill:
একজন আদর্শ ছাত্রকে তার ভবিষ্যৎ পেশাগত জীবনে সফলতার জন্য যেসব দক্ষতা অর্জন করা প্রয়োজন তা হলো-
a. Communication
b. Decision Making
c. Problem Solving
d. Teamwork
e. Negotiation
f. Ability to work under pressure
g. Commercial awareness
h. Organizing/ Capacity
Attitude:
একজন আদর্শ ছাত্রকে ৪ ধরনের Attitude এর অধিকারী হতে হবে-
a. Punctually
b. Politeness
c. Visionary
d. Curious
এছাড়াও যে ১০ টি Attitude ছাত্রজীবনকে আলোকিত করে তা হলো-
1. Truthfulness
2. Kindness
3. Righteous Protection
4. Protection
5. Nice behavior
6. Control expensive
7. Perform promise
8. Noble mind
9. Courage
10. Extraordinary
এছাড়াও
Self-assessment,
Explore opportunities,
Make decision & set a goal
Action planning
এই চারটি Attitude মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে।
পারিবারিক জীবন:
একজন মানুষের পারিবারিক জীবনের চার আশ্রমের চার আশ্রয়স্থল হলো
ক. বাল্যকালে মা
খ. যৌবনকালে স্ত্রী
গ. পৌঢ়কালে কণ্যা, পুত্র বধু
ঘ. বৃদ্ধকালে নাতনি, নাত বউ
পারিবারিক জীবনের ৩ দিকে নজর রাখতে হয়:
১. একজন আদর্শ ছাত্রের জীবনে যা আচরণ করে তার সমন্বয় হতে হবে পারিবারিক জীবনে সাথে।
২. পরিবার থেকে যা আশা করা হয় তা তা দিতে প্রস্তুত থাকা।
৩. সততা ও ন্যায়ের সাথে পরিচালিত জীবন দ্বারা পরিবারে ভূমিকা রাখতে হবে।
পারিবারিক জীবন সফল করতে ৪ টি কাজ গুরুত্ব দিয়ে করা জরুরী:
১. একজন আদর্শ ছাত্রের প্রধান কাজ হলো পারিবারিক জীবনকে আদর্শিক ভাবে তৈরি করা।
২. ব্যক্তি জীবন গঠনের সাথে সাথে পারিবারিক জীবন গঠনে সমন্বয় করা।
৩. পারিবারিক জীবনের সকল সদস্যের কর্মকান্ড পরিবার প্রধানের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা।
৪. ব্যক্তিগত, সামাজিক, দুনিয়াবি, পরকালীন, সমন্বিত ও সফল জীবনের শিক্ষা পারিবারিক জীবনে প্রয়োগ করা।
সামাজিক জীবন:
একজন আদর্শ ছাত্রকে তার সামাজিক জীবনকে সুন্দর রাখতে তিনটি জিনিসকে খুবই সতর্কতার সাথে উঠাতে হবে।
ক. কলম (Pen)
খ. কদম (Leg)
গ. কসম (Promise)
একজন আদর্শ ছাত্রকে সমাজে ১০ টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে
1. Social Discipline
2. Mutual Affection
3. Unity
4. Loyalty to friends
5. Orphans sick
6. Social Balance
7. Adultery
8. Remove ignorance
9. Equality
10. Freedom & Respect to Other
Dr. A.P.J Abdul Kalam বলেছেন
Den’t declare holiday on my death instead work an extra day if you love me.
একজন Student ( অর্থাৎ S = study, T = truthfulness, U = unity, D = dutiful, E = energetic, N = Nationality, T = Time) কে প্রখ্যাত ব্যক্তি Jules Romains এর কথা মনে রেখে কাজ করতে হবে:
তিনি বলেছেন,
Smart people talk about ideas,
Common people talk about things
Mediocre people talk about people.
আর প্রখ্যাত কবি কামিনী রায় যথার্থই বলেছেন,
“এমন জীবন হবে করিতে গঠন।
মরণে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।”
তাই জীবনকে গতিময় করতে মনে রাখতে হবে-
“If you can’t fly, then run
If you can’t run, then walk
if you can’t walk, then crawl
but whatever you do
you have to keep moving”
লেখক: মোঃ তোয়াইবুল আমীন