নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে তাকে অনন্য উচ্চতায় নেয়া হয়েছে। এখন দেশের সবার মুখে মুখে তার নাম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মান্না এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে তার কোনো ক্ষতি করতে পারেনি শেখ হাসিনা। বরং তাকে সবার কাছে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে। সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির পর বলেছে, বিএনপি ভোটের ট্রেন মিস করেছে, তাতে আমাদের কোনো দোষ নেই। কিন্তু এবার যখন বুঝতে পারল বিএনপি ভোটে যাবে, তখন খালেদা জিয়াকে সাজা দিয়ে জেলে ঢুকিয়ে দিল।’
প্রধানমন্ত্রীর সমালোচনা করে মান্না বলেন, ‘যখন সবার মনে প্রশ্ন খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে না এলে তা কি গ্রহণযোগ্য হবে— তখন প্রধানমন্ত্রী বললেন, কে নির্বাচনে এলো আর কে এলো না, তাতে আমাদের কিছু যায়- আসে না। কেউ নির্বাচন আটকাতে পারবে না।’
মান্না অভযোগ করে বলেন, ‘যে আশায় ১৯৭১ সালে একটি পতাকা তুলে ধরেছিলাম, আজ সেটি চেপে ধরেছে শকুনেরা। স্বপ্নকে ধ্বংস করেছে আজ যারা, ক্ষমতা গ্রহণ করে আছে তারা। কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকারের জন্য।যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, সে গণতন্ত্রকে আজ একটি কৌটার মাঝে বন্দি আছে, যারা আজ ক্ষমতায় আছে তারা। বর্তমানে এক নেত্রী আরেক নেত্রীকে যেভাবে অনিরাপদ করে তুলেছেন, তাতে এখন গণতন্ত্র কোনোভাবেই নিরাপদ নয়।’