সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বে থাকা মো. জাকির হোসেনকে পদটিতে স্থায়ী করে আদেশ জারি করেছেন আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩।
আদেশে বলা হয়েছে, “প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগের উদ্দেশে তার চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হল।”
গত বছরের শেষের দিকে ব্যাপক আলোচনার মধ্যে প্রধান বিচারপতি এস কে সিনহা দীর্ঘ ছুটিতে গেলে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের পর সুপ্রিম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়।
এই রদবদলে তৎকালীন রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান করে পাঠানো হয়। পরে আপিল বিভাগের রেজিস্ট্রার জাকিরকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।