Home » জাতীয় » ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি

১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি

“গতকাল আমরা ঘোষণা দিয়েছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে ১১ মার্চ রোববার জনসভা হবে। এটা একদিন পিছিয়ে ১২ মার্চ সোমবার  করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।” খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের তারিখ ঘোষণার একদিন পর আজ (শুক্রবার) বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে সাংবাদিক সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এভাবেই সমাবেশের নতুন তারিখ ঘোষণা করেন।

তিনি বলেন ‘এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে সব প্রক্রিয়া শেষ করেছি। পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছি। আমরা আশা করি তারা এবার জনসভা করার অনুমতি দেবে।’

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে এর আগে ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার অনুমতি চাইলে পুলিশ ‘বইমেলার’ কারণ দেখিয়ে তখন অনুমতি দেয়নি বলে জানান রিজভী।

২২ ফেব্রুয়ারি জনসভার অনুমতি না পেয়ে তার প্রতিবাদে বিএনপি ২৪ ফেব্রুয়ারি ঢাকায় কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালন করে দলটি।

প্রসঙ্গত, ঢাকার বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়। এর পর থেকেই তার মুক্তির দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

About Bangla Tidings

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পদ্মা সেতুতে বসল ২৭তম স্প্যান, দৃশ্যমান ৪০৫০ মিটার

ঢাকা,২৮ মার্চ পদ্মা সেতুর ২৭তম স্প্যান স্থাপিত হলো শনিবার (২৮ মার্চ)। ফলে নির্মাণাধীন পদ্মা সেতুর ...

করোনা ভাইরাস: আক্রান্তের সংখ্যায় শীর্ষে আমেরিকায়

আমেরিকায় ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে মারণরোগ করোনা ভাইরাস। এবার আক্রান্তের সংখ্যায় গোটা বিশ্বকে ছাপিয়ে গেল ...

বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া প্রয়াত

ঢাকা ২৭ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ...

করোনা ভাইরাসের ছবি প্রকাশ করল ভারত

  বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক। করোনা ভাইরাস মোকাবিলা করতে ব্যস্ত হলেও সদুত্তর পাননি বিশেষজ্ঞরা। বিজ্ঞানীদের ...