Home » বাংলাদেশ » জেলা সংবাদ » বরগুনায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে ২ বনদস্যু’ নিহত

বরগুনায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে ২ বনদস্যু’ নিহত

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘বনদস্যু’ নিহত হয়েছেন। বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝেরচরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বনদস্যু দল ‘হাসান বাহিনীর সদস্য’ আতাউর (৩৫) ও রবিউল মাঝি। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

ইমন আল রাজিব গণমাধ্যমকে জানান, “ভোরে বনদস্যু হাসান বাহিনীর সদস্যরা মাঝেরচরে অবস্থান করছিল। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে হাসান বাহিনীর সদস্যরা ‌র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘন্টা পর তারা পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালিয়ে দুইজনের লাশ এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।”

র‌্যাব বলছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি কাটা রাইফেল, চারটি পাইপগান ও বিভিন্ন ধরনের বন্দুকের ৩৮ রাউন্ড গুলি রয়েছে।

র‌্যাব-৮ এর ওই কর্মকর্তার দাবি, হাসান তার নামে ‘বনদস্যু বাহিনী’ গড়ে তুলে সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।

About Bangla Tidings

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অস্বাস্থ্যকর শহর: ঢাকাকে ছাড়িয়ে শীর্ষে দিনাজপুর

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে সবচেয়ে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকাকে পিছনে ফেলে শীর্ষে উঠে ...

চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ১৬তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুললো ভারত। এর মাধ্যম আটবার ...

জাতিসংঘের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

চৌধুরী তুহি, ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ...

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক-পরিচালক এর দুই বছর কারাদণ্ড, মার্কিন দূতাবাসের উদ্বেগ

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ ...