আফনান চৌধুরী: সকল চাকুরীতে কোটা প্রথা সংস্কারের দাবীতে রবিবার দেশব্যাপী বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে গলায় সার্টিফিকেট ও হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে রবিবার সকাল থেকে দেশের গুরুত্ব পূর্ণ প্রায় সব কলেজ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। ঢাকায় কেন্দ্রীয় লাইব্রেরি এলাকা থেকে সকাল ১০টায় ”কোটা সংস্কার চাই” কেন্দ্রীয় কমিটি ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় বিক্ষোভকারীদের গলায় সার্টিফিকেট ঝুলানো দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজর শিক্ষার্থী ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠায় নাই’ ‘রাস্তা হবে পরিষ্কার, কোটা হবে সংস্কার ‘ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
পরে এক পথসভা থেকে আগামী ৩১ মার্চ জাতীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
এদিকে একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম, রংপুর সিলেট কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালনকালে হামলায় শিকার হন শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে থাকা ঝাড়ু কেড়ে নিলেও কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
ওদিকে ঢাকায় কর্মসূচি পালনের সময় আন্দোলনকারীদের সমন্বয়কদের অন্যতম বিন ইয়ামিনকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি মধুর ক্যান্টিনে ডেকে নিয়ে যান।
এ বিষয়ে আন্দোলনকারীদের অন্য সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়, হাজী মুহম্মদ মুহসিন হল ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল মামুন বলেন,
“আমাকে এবং বিন ইয়ামিনকে এস.এম.জাকির ভাই ও সাইফুর রহমান সোহাগ ভাই ডেকে নিয়ে যান। তারা এটাই বলেছেন যে আমাদের দাবী কিছুটা মেনে নেওয়া হয়েছে তাহলে আমরা আবার কেন আন্দোলন করছি, আমি বলছি যে আমাদের দাবী ৫৬% কোটার সংস্কার একক ভাবে কোন কোটার না। এছাড়া আজ ২৫ মার্চ কাল রাত্রি দিবস তাই প্রোগ্রাম একটু সংক্ষিপ্ত করতে বললেন।”