বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী জনসভায় সাধারণ মানুষকে নৌকা মার্কায় ভোট দেয়ার শপথ করিয়ে স্বাধীন নাগরিক অধিকার লঙ্ঘন করছেন। জনগণ একবার সুযোগ পেলে ব্যালট পেপারের মাধ্যমে আওয়ামী লীগকে উপযুক্ত শিক্ষা দেবে। আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, এই সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের জেলা পর্যায় থেকে শুরু করে মন্ত্রী, এমপিসহ সকল পর্যায়ের নেতারা কত টাকার দুর্নীতি করেছে তার বিবরণী প্রকাশ করা হবে। বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়ে গেলেও কাউকেই ধরা গেল না। আমাদের নেতাকর্মীদের ধরে ধরে মামলা দেয়া হচ্ছে। আবার হলমার্ক, ডেসটিনি ও শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হলেও এতে কারো বিচার হয়নি।
বিএনপি চেয়ারপারসনের মুক্তির আশা প্রকাশ করে মওদুদ বলেন, সরকার যতো কৌশলই করুক না কেন খালেদা জিয়া মুক্তি পাবেন। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে।
এনপিপি’র সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।