ফের আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেছে কোটা প্রথা সংস্কাররের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
গতকাল আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকের পর আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত করেছিল আন্দোলনকারীরা।
একই সময় জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আন্দোলনে অংশ নেয়া আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বললে ক্ষোভে ফেটে পরে তারা।
আজ (মঙ্গবার) সকালে এক সাংবাদিক সম্মেলন থেকে কৃষিমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহারের জন্য বিকাল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। অন্যাথায় দেশ অবরোধের হুমকি দেয় ওই সাংবাদিক সম্মেলন থেকে।
বিকাল ৫টা পর্যন্ত কৃষিমন্ত্রীর কোনো বিবৃতি না পেয়ে এবং অর্থমন্ত্রীর ‘বাজেটের পর কোটা সংস্কার’ বক্তব্যের পর এই নতুন কর্মসূচি দেয়া হয়েছে বলে জানান আহবায়ক কমিটির সদস্য বনি ইয়ামিন। তিনি বলেন, “যে ইস্যুগগুলোর কারণে আমরা আবার মাঠে নামতে বাধ্য হয়েছি তা হলো
১) দেশের ৯৮% সাধারণ ছাত্র ছাত্রীদের রাজাকারের বাচ্চা বলা।
২) অর্থমন্ত্রীর আজকের সাংঘর্ষিক বক্তব্য।
৩) আটককৃতদের ছেড়ে না দেয়া।
৪) অসুস্থদের চিকিৎসারর দায়িত্ব না নেয়া।”
“অনির্দিষ্টকাল সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন এবং প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সারাদেশ অবরোধ করে রাখা হবে”
বলছিলেন বনি ইয়ামিন ।