লা লিগায় বার্সেলোনার শিরোপা জয় ছিল সময়ের ব্যাপার মাত্র। দেপোর্তিভো লা করুণার মাঠে লিওনেল মেসির হ্যাটট্রিকে চার ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন কাতালানরা। ৪-২ গোলের জয় পায় বার্সা। এক মৌসুমের বিরতিতে লীগ শ্রেষ্ঠত্বের মুকুট বার্সার ঘরে। এটি বার্সার ২৫তম লা লিগা শিরোপা। গত ১০ মৌসুমে সপ্তম।
বার্সা অধ্যায়ের ইতি টানা আন্দ্রেস ইনিয়েস্তার ট্রফি শোকেসে যোগ হলো আরেকটি টাইটেল। ঘরোয়া ‘ডাবল’ শিরোপায় মৌসুম শেষ করলো স্প্যানিশ জায়ান্টরা। গত সপ্তাহে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে টানা চারবার কোপা দেল রে জিতে নেয় বার্সা। ১ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত এমন সমীকরণ নিয়ে দেপোর্তিভোর মাঠে নামে কোচ আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা। খেলা শুরুর সাত মিনিটেই ওসমান ডেম্বেলের পাসে লিড এনে দেন ফিলিপ্পে কুতিনহো। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দুই মিনিট পর ফরোয়ার্ড লুকাস পেরেজ ও ৬৪ মিনিটে উইঙ্গার এমেরি কোলাসের গোলে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা। শেষদিকে ৮২ ও ৮৫ মিনিটে হ্যাটট্রিক আদায় করে বার্সার জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন আইকন। আসরে ৩০ গোল পার করেন বার্সার প্রাণভোমরা। মেসির তিনটি গোলই আসে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের পাস থেকে। ৮৭ মিনিটে ইভান রাকিটিচের বদলি হিসেবে নামেন ইনিয়েস্তা। মৌসুম শেষে ন্যু ক্যাম্প থেকে বিদায় নেবেন বিশ্বকাপ জয়ী এই স্প্যানিয়ার্ড। রেফারি শেষ বাঁশি বাজাতেই শিরোপা উৎসবে মাতে পুরো বার্সা শিবির। পয়েন্ট তালিকায় ৩৪ ম্যাচে অপরাজেয় বার্সার সংগ্রহ ৮৬। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। বাকি তিন ম্যাচ জিতলেও বার্সাকে ছুঁতে পারবে না অ্যাটলেটিকো। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদিদের পুঁজি ৩৪ ম্যাচে ৫৬। অবস্থান তৃতীয়।