রবের রঙে রাঙিয়েছি মন
সিজদায় কাটিয়েছি রাত্র
দিনের বেলায় করেছি তার কাজ
রাত্রে করেছি প্রার্থনায় অশ্রুপাট
কোন মোহে করেনি নিজকে সজ্জিত
রবের ভয় পেয়েছে মনে জায়গা
রিয়া আমার পদতলে
রবের সন্তুষ্টিতে হয়েছি শান্ত
সব বিপদ মাড়িয়েছি প্রশান্ত নয়নে
ভয় পারে নাই মনে কাপন ধরাতে
রবের রঙে রাঙিয়েছি মন
সিজদায় কাটিয়েছি রাত্র
কত শত বেদনা উড়িয়ে দিয়েছি হাসিমুখে
সব কিছুতে খুজেছি রবের করুনা
কতো মা মুনাজাতে ভিজিয়েছে আমার নাম
বাবা গুলা সব হয়েছে আমার আশার বাতিঘর
কতো ছেলে করে নিয়েছিলো আপন করে
রবের সন্তুষ্টিতে কাটিয়েছি দিন রাত তাদের দ্বারে
রবের রঙে রাঙিয়েছি মন
সিজদায় কাটিয়েছি রাত্র
লেখক: মনিরুল আলম