ভারতের হিমাচল প্রদেশে এপিজি শিমলা ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষার্থীদের উদ্যোগে ‘বাংলাদেশি কালচারাল প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত হওয়া ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যলয়ের ভিসি ড.তেজ প্রতাপ আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভিসি ড.অসনি কুমার
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যলয়ের ভিসি ড.তেজ প্রতাপ বাংলাদের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আপ্পায়নতার প্রশংসা করে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো জোরদারের আশা প্রকাশ করছেন।

অনুষ্ঠানে নৃত্যের দৃশ্যে শিক্ষার্থীরা
অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ে পড়ুয়া দেড়শতাধিক বাংলাদেশী ছাত্রছাত্রীসহ প্রায় পাঁচশত শিক্ষার্থী অংশ নেয়।
জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করে মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক উপস্থাপন করে বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা। এছাড়াও বিউটিফুল বাংলাদেশের উপর প্রেজেন্টেশন ও বাংলাদেশি সাংস্কৃতিক গান নৃত্য ও রেম্প শো অনুষ্ঠিত হয়।