তরুণ সবাই আমার প্রাণ
তোমরাই আশার আলো
তোমাদের হাতে ই স্বপনের
সোনার বাংলার মসনদ।
তোমরা ই সত্যের প্রতীক
হবে অনাচারীর যম
দূরন্ত তারুণ্যের জয়গানে
উড়বে বাংলায় সত্যের নিশান।
জ্ঞান ই তোমার ভূষন
লক্ষ্য তোমার মানব সেবা
নৈতিকতায় হবে তোমরা
বিধাতার বার্তাবাহকের ই মতো।
মানবে না কো বাধার প্রাচীর
ডিঙ্গিয়ে তোমরা যাবেই
হবে তোমরা প্রকৃতির মতো চঞ্চল
বিধাতার মতো ভয় ডরহীন।
তরুন সবাই আমার প্রাণ
তোমরাই আশার আলো
তোমাদের দিকে চেয়ে আছে
সোনার বাংলার সকল মানুষ।
লেখক: কবি মনিরুল আলম