শাহাদাত বিপ্লব,কুবি প্রতিনিধি: জঙ্গিবাদ দমনে ন্যাশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামীকাল রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মি. বাংলাদেশ চলচ্চিত্রের ট্রেইলার ও জাগো চলচ্চিত্র প্রদর্শন করবে কেএইচকে প্রোডাকশন ও থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
রবিবার বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের হল রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
মি. বাংলাদেশ চলচ্চিত্রের প্রধান চরিত্র ও কেএইচকে প্রোডাকশনের পরিচালক খিজির হায়াত খান সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে জঙ্গী-সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে এবং এই সামাজিক ব্যাধি সম্পর্কে সবাইকে সজাগ থাকার জন্য দেশব্যাপি এ ক্যাম্পেইন করে যাচ্ছি। আমরা আশা করি এ চলচ্চিত্রের মাধ্যমে শিক্ষিত তরুণ সমাজ জঙ্গী-সন্ত্রাসবাদ ও ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
উল্লেখ্য, আবু আকতারুল ঈমানের পরিচালনা ও খিজির হায়াত খান, শানারেই দেবী শানু, টাইগার রবি অভিনীত মি. বাংলাদেশ চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে এবছরের ২০ জুলাই মুক্তি পাবে। চলচ্চিত্রটির প্রচারণার অংশ হিসেবে কুবিতে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।