শাহাদাত বিপ্লব,কুবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক নাজমুল সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক সমিতির সভাপতি মো: মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম সোমবার যৌথ বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে দুই সাংবাদিক সমিতির মধ্যকার পারষ্পারিক সহযোগীতা ধারাবাহিকভাবে বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ২৭ মে রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (২০১৮) নতুন কমিটিতে সভাপতি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সৈয়দ বাইজিদ ইমন ও সাধারণ সম্পাদক দৈনিক আজাদীর আব্দুল্লাহ আল ফয়সাল নির্বাচিত হয়েছেন।