যদি কখনো করি ভুল
আপন কৃপায় দিও মার্জনা
সব কিছুতে তোমারি অনুভব
তোমাতেই থাকি ডুবে সারাক্ষণ
তুমি আসো হৃদয়ের গহীনে
বন্ধুর মতো আপন হয়ে
তোমায় যখনি হয় প্রয়োজন
অদৃশ্য অবয়বে এসে দাড়াও পাশে
তোমার প্রতিচ্ছবি চোখে ভাসতেই
আমি হারিয়ে যায়,ফিরে পায় পরম মমতা
তোমার ভালোবাসা ছিলো অতুলনীয়
শাসন ছিলো সর্বজন গ্রহণীয়
বিধাতার ডাকে দিয়েছো পাড়ি
অসময়ে তোমায় খোঁজে ফিরি…!!
আকাশের বিশালতায় খোঁজি তোমায়
শূন্যতায় ভরে আসে হৃদয় আমার
ভঙ্গ হৃদয়ে সান্তনা হয়ে তখন
কানে ভেসে আসে তোমার অমিয় বাণী
নামাজ পড়বে,কোরআন পড়বে
মানব সেবায় হবে নিবেদিত প্রাণ
বিধাতার ডাকে দিয়েছো পাড়ি
অসময়ে তোমায় খোঁজে ফিরি…!!
