Home » জাতীয় » ২৮ বছরের বেশি বয়স; ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি প্রত্যাশীদের মধ্য থেকে বাদ পড়লেন যারা

২৮ বছরের বেশি বয়স; ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি প্রত্যাশীদের মধ্য থেকে বাদ পড়লেন যারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ২৮ বছরকে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের গ্রহণযোগ্য বয়সসীমা ধরা হয়েছে। সে বিবেচনায় শীর্ষপদ প্রত্যাশীদের মধ্য থেকে বাদ পড়েছেন অনেকে। নেতৃত্ব নির্বাচনে চলতি বছরের ১১মের মধ্যে ২৮ বছরের অধিক বয়সের পদপপ্রত্যাশীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আর চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে পদপ্রত্যাশী বৈধ প্রার্থীদের তালিকা।

শুক্রবার রাতে সংগঠনে ২৯তম কাউন্সিলের জন্য গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। এতে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার আরিফুর রহমান লিমন, নির্বাচন কমিশনার নওশাদ উদ্দিন সুজন ও সাকিব হাসান সুইম।

এর আগে শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্রলীগের সম্মেলনের উদ্ধোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে নেতা নির্বাচনে ২৮বছর নির্ধারণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ছাত্রলীগে নেতৃত্ব নির্বাচনে বয়স ২৭। কিন্তু বর্তমান কমিটি ইতোমধ্যে ৯ মাস অতিক্রম করেছে। তাই আমি চাই না কেউ যেন বঞ্চিত হোক। বয়স এক বছর গ্রেজ দিচ্ছি। ২৮ বছর নির্ধারণ করা হলো।

সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে বাদ পড়াদের তালিকায় রয়েছেন ৩৮ জন। তারা হলেন মো. রুহুল আমিন, মো. রেজওয়ানুল হক চৌধুরী, মোতাহার হোসেন প্রিন্স, আদিত্য নন্দী, দিদার মো. নিজামুল ইসলাম, গোলাম রাব্বানী, মোবারক হোসাইন, এনামুল হক প্রিন্স, সজিব বিশ্বাস, মাকসুদ রানা মিঠু, মেহেদী হাসান রনি, সায়েম খান, এরশাদুর রহমান, আবু সালমান প্রধান, অসীম কুমার বৈদ্য, এম এইচ এম শাহ আলম সাদ্দাম, আমিনুল ইসলাম, শওকতুজ্জামান সৈকত, মো. আল আমিন, তানজীল ভুইয়া তানভীর, সৈয়দ আশিক, শাহিদুল ইসলাম, শরিফুল হাসান ফারুক, ইমরোজ হায়দার, আল আমিন ম-ল, মনসুর হেলাল, আব্দুর রহিম তুহিন, শরিফুল হাসান শুভ, আতিকুর রহমান সুমন, মিনার হোসেন, সুরঞ্জন ঘোষ, সাইদুল ইসলাম, তৌহিদুল ইসলাম চৌধুরী,আরিফ খান লাভলু, হাবিবুর রহমান সুমন, আপেল মাহমুদ, ওবায়দুল ইসলাম, রাজিব আহমেদ রাসেল। এছাড়া দু’জন প্রার্থী তাদের মনোনয়ন আগেই প্রত্যাহার করেছেন।

আর সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে বাদ পড়েছেন ১৪ জন। তারা হলেন- দেলোয়র হোসেন শাহজাদা, রাসেল চৌধুরী, সৈকত চৌধুরী, রহমত উল্লাহ খান, নবী আলম, আব্দুল্লাহ আল কাউয়ুম, আব্দুল্লাহ আল মামুন, হারুনুর রশিদ, শিরীন শিলা। অন্য পাঁচজন সভাপতি পদপ্রার্থীও ছিলেন। তাই উভয়ক্ষেত্রেই তাদের প্রার্থীতা বাতিল হয়ে গেছে।

এদিকে এক নোটিশে বাদ পড়া পদপ্রত্যাশীদের কারো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে শনিবার সকাল ১০টার মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে মনোনয়ন ফরমের অনুলিপি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

About Bangla Tidings

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পদ্মা সেতুতে বসল ২৭তম স্প্যান, দৃশ্যমান ৪০৫০ মিটার

ঢাকা,২৮ মার্চ পদ্মা সেতুর ২৭তম স্প্যান স্থাপিত হলো শনিবার (২৮ মার্চ)। ফলে নির্মাণাধীন পদ্মা সেতুর ...

করোনা ভাইরাস: আক্রান্তের সংখ্যায় শীর্ষে আমেরিকায়

আমেরিকায় ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে মারণরোগ করোনা ভাইরাস। এবার আক্রান্তের সংখ্যায় গোটা বিশ্বকে ছাপিয়ে গেল ...

বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া প্রয়াত

ঢাকা ২৭ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ...

করোনা ভাইরাসের ছবি প্রকাশ করল ভারত

  বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক। করোনা ভাইরাস মোকাবিলা করতে ব্যস্ত হলেও সদুত্তর পাননি বিশেষজ্ঞরা। বিজ্ঞানীদের ...