Home » বাংলাদেশ » নগর-মহানগর » সামান্য বৃষ্টিতেই পানির নিচে রাজধানী: জনভোগান্তি চরমে

সামান্য বৃষ্টিতেই পানির নিচে রাজধানী: জনভোগান্তি চরমে

 

মেহেদী হাসান,ঢাকাঃ
রাস্তা নয়, যেন সমুদ্র সৈকত। খোদ রাজধানীতে সামান্য বৃষ্টি হলেই এমন দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন ঢাকাবাসী।

একটুখানি বৃষ্টিতেই তলিয়ে যায় ঢাকা নিম্নাঞ্চল। পানিবদ্ধতা থেকে মুক্ত থাকেনা বিভিন্ন অভিজাত এলাকাও।

গেলো সপ্তাহে বিকেলের বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি, জিগাতলা,বিজয় সরণি,সংসদ ভবন এলাকা, মিরপুর,কুড়িল,বাড্ডা, মোহাম্মদপুর ,যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা ছিলো হাটু সমান পানির নিচে। জমে থাকা পানির মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

এ চিত্র নতুন নয়, গত কয়েকবছর ধরেই বর্ষার মওসুমের বড় একটা সময় পানিবদ্ধ থাকেন রাজধানীর বিভিন্ন রাস্তা। রাজধানী ঢাকার যাত্রাবাড়ি, ডেমরা, কাজলা, মাতুয়াইল, শনির আখড়া , রায়েরবাগ অঞ্চলে দীর্ঘ সময় পানি জমে থাকার ফলে এসব এলাকার মানুষের যাতায়াতে ব্যাঘাত ঘটার পাশাপাশি বাড়ছে রোগবালাই এবং মশার উপদ্রব । হাঁটু সমান পানি পার হয়ে বিভিন্ন কাজে আসা-যাওয়া করা লোকদের মাঝে বাড়ছে পানিবাহিত রোগ।

এমনিতেই বৃষ্টির পানিতে যাতায়াতে তীব্র সমস্যা তার উপর বর্ষার শুরু থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে খুঁড়াখুঁড়ির কাজ । যার দরুন দীর্ঘ ভোগান্তিই পোহাতে হচ্ছে এসব এলাকার জনগণকে ।

এ বিষয়ে কথা বলতে চাইলে মিরপুরের বাসিন্দা আকরাম হোসেন এ রিপোর্টারকে বলেন যে ,উন্নত নগর পরিকল্পনা না থাকার কারনে এ সমস্যার সৃষ্টি হচ্ছে ।
নগরবাসির দীর্ঘদিনের দাবি, সুষ্ঠ পরিকল্পনা ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে এসব সমস্যার সমাধান করা। কিন্তু বারবার সিটি কর্পোরেশনের আশ্বাস দেয়ার পরও দেখা নেই কোন সফলতা। খুব দ্রুত আশ্বাস বাস্তবায়ন করে পানিবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ সক্রিয় হবে বলেই সাধারণ মানুষের আশা।

About trafnan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অস্বাস্থ্যকর শহর: ঢাকাকে ছাড়িয়ে শীর্ষে দিনাজপুর

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে সবচেয়ে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকাকে পিছনে ফেলে শীর্ষে উঠে ...

চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ১৬তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুললো ভারত। এর মাধ্যম আটবার ...

জাতিসংঘের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

চৌধুরী তুহি, ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ...

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক-পরিচালক এর দুই বছর কারাদণ্ড, মার্কিন দূতাবাসের উদ্বেগ

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ ...