নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
‘Green for Life’ স্লোগানকে ধারন করে আত্মপ্রকাশ করলো সামাজিক সংগঠন “ফ্রেন্ডস অফ গ্রীণ বাংলাদেশ”। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদুর রহমান আফনান এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ রুহানী।

তৌহিদুর রহমান আফনান
কমিটি গঠন পরবর্তী এক বক্তব্যে নব নির্বাচিত সভাপতি বলেন, ‘জীবনের জন্য সজীবতা’ স্লোগানকে সামনে রেখে আমাদের প্রধান কাজ হবে পরিষ্কার ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্যে দেশব্যাপী গণসংযোগ অভিযানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হবে।
সেক্রেটারি বলেন, স্বপ্নের সবুজ – পরিষ্কার বাংলাদেশ গড়ে তোলা দেশের তরুণ তরুণীদের দায়িত্ব। তাদেরকে সচেতন ও সংঘবদ্ধ করতেই আমাদের এই প্রচেষ্টা।

আবদুল্লাহ রুহানী
সংগঠনের সহ-সভাপতি মনোনীত হয়েছেন মারিয়াম আক্তার, সহ-সেক্রেটারী মনোনীত হয়েছেন রোকাইয়া সঞ্চিতা, এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন তৌহিদুল ইসলাম আবির।
এছাড়াও
অর্থ বিষয়ক সম্পাদক: উমর ফয়সাল।
অফিস সম্পাদক: জায়েদ খাঁন।
প্রচার সম্পাদক: মনির হোসেন।
নারী বিষয়ক সম্পাদিকা: সুমাইয়া সুলতানা সুরভী।
আই.টি সম্পাদক: তানিম আল- মাহমুদ।
শিক্ষা সম্পাদক: সোহাগ হোসেন
সাংস্কৃতিক সম্পাদক: তাহসিন আহমেদ।
প্রকাশনা সম্পাদক: এইচ এম মামুন। মনোনীত হয়েছেন।
অন্যদিকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন-
♦ নুসরাত জাহান।
♦ আব্দুর রহমান।
♦ শারমিন সুলতানা শিমু।
♦ মহিন খান।
♦ শামসুদ্দিন গালিব।
♦রেজওয়ানা ইসলাম।
♦ আরিফুর রহমান।
♦ আফরোজা আক্তার।
♦সাফওয়ান বিন আব্দুল্লাহ।
প্রেস বিজ্ঞপ্তি