Home » জাতীয় » কমনওয়েলথ মহাসচিব এখন ঢাকায়

কমনওয়েলথ মহাসচিব এখন ঢাকায়

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড তিনদিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, কমনওয়েলথভুক্ত এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে প্যাট্রিসিয়া বাংলাদেশ সফর করছেন। কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে রয়েছেন তিন সদস্যের প্রতিনিধি দল।

আগামী ১০ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ অবস্থান করবেন এ প্রতিনিধি দলটি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের বেশ ক’জন মন্ত্রী, বিরোধী রাজনীতিক, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মহাসচিবের মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

মহাসচিব হওয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর।

উল্লেখ্য, কমনওয়েলথ মহাসচিবের ঢাকায় শুভেচ্ছা সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার মিয়ানমার সফর একদিন পিছিয়েছেন। মহাসচিবের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী বৃহস্পতিবার ইয়াংগুন যাবেন। মন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ১৫ সদস্যও মিয়ানমার যাচ্ছেন। মূলত রাখাইন পরিস্থিতি কতটা প্রত্যাবাসন উপযোগী হয়েছে তা দেখতে এবং দেশটির সরকারের ভাষ্য শুনতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও তার সহযাত্রীরা।

About Bangla Tidings

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পদ্মা সেতুতে বসল ২৭তম স্প্যান, দৃশ্যমান ৪০৫০ মিটার

ঢাকা,২৮ মার্চ পদ্মা সেতুর ২৭তম স্প্যান স্থাপিত হলো শনিবার (২৮ মার্চ)। ফলে নির্মাণাধীন পদ্মা সেতুর ...

করোনা ভাইরাস: আক্রান্তের সংখ্যায় শীর্ষে আমেরিকায়

আমেরিকায় ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে মারণরোগ করোনা ভাইরাস। এবার আক্রান্তের সংখ্যায় গোটা বিশ্বকে ছাপিয়ে গেল ...

বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া প্রয়াত

ঢাকা ২৭ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ...

করোনা ভাইরাসের ছবি প্রকাশ করল ভারত

  বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক। করোনা ভাইরাস মোকাবিলা করতে ব্যস্ত হলেও সদুত্তর পাননি বিশেষজ্ঞরা। বিজ্ঞানীদের ...