ঢাকা -রংপুর মহসড়কে গাইবান্ধার ধাপেরহাটের পালানপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছে। যাদের মধ্যে একজন শিশু রয়েছে জানা গাছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েচ্ছেন আরো ১৩ জন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী অপু পরিবহনের একটি নৈশকোচ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের পালানপাড়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের যাত্রী চাদনী আকতার নামের ১ শিশু ও সাইফুল ইসলাম নামের এক যাত্রী নিহত হয়। আহত হয় ১৩ জন।
আহতদের পীরগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।