কুবি প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস, শুভ জন্মাষ্টমী ও পবিত্র ইদ-উল-আযহার ছুটি শেষে আগামীকাল (সোমবার) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে। টানা ২২ দিনের ছুটি কাটিয়ে ইতিমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার হতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার সূত্রে খবর, পবিত্র ইদ-উল-আযহা, জাতীয় শোক দিবস ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১২ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও ১৯ আগস্ট থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। ৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
এদিকে শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে হলগুলোতে ও ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন মেসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। যার মাধ্যমে আবারও প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।