কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: জিয়া উদ্দিন। একইসঙ্গে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক পদে দুইজন ও সহকারী প্রক্টর পদে এক জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(চলতি দায়িত্ব) ড. মো: আবু তাহের স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানা যায়।
অফিস আদেশ সূত্রেখবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. দুলাল চন্দ্র নন্দীর মেয়াদ শেষ হওয়ায় ঐ পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন কে, এবং আবাসিক শিক্ষক পার্থ চক্রবর্তী ও সিদ্দিকুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় সে পদে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আশিষ চন্দ্র দাস ও আইন বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিককে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান হাফিজুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমানকে ঐ পদে নিয়োগ প্রদান করা হয়।
সবগুলো পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।