জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। আজ লন্ডনের স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যে পৌঁছাবেন তিনি। সেখানে দুদিন যাত্রাবিরতি করে রবিবার লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের ৭৩তম অধিবেশন শুরু হয়েছে ১৮ সেপ্টেম্বর থেকে। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর এ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন । জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি পুরস্কার গ্রহণ করার কথা রয়েছে।
গ্লোবাল নিউজ এজেন্সি ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের জন্য তাঁকে সংগঠনটির পক্ষ থেকে তার অত্যন্ত মর্যাদাশীল ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করবে। আর গ্লোবাল হোপ কোয়ালিশন তাঁকে ‘২০১৮ স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করবে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা।