Home » বাংলাদেশ » নগর-মহানগর » ধাক্কাধাক্কিতে ছাদ থেকে পড়ে তিন স্কুল পড়ুয়া আহত

ধাক্কাধাক্কিতে ছাদ থেকে পড়ে তিন স্কুল পড়ুয়া আহত

পুরান ঢাকার নয়াবাজারের একটি বিদ্যালয়ে ছাত্রদের ধাক্কাধাক্কিতে তৃতীয় তলা থেকে তিন ছাত্র নিচে পড়ে গিয়ে আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে রাজধানীর হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের সহপাঠী ও শিক্ষকরা জানান, নবম শ্রেণীর ছাত্র রেদওয়ান (১৫) ষষ্ঠ শ্রেণীর তিনজনের সঙ্গে ধাক্কাধাক্কি করতে থাকলে ওই জুনিয়র তিনজন ভবন থেকে নিচে পড়ে আহত হয়।

আহতরা ছাত্ররা হচ্ছে- ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. হাবিব (১৩), তাসিম রহমান আবির (১৩) ও আরিয়ান শাহ (১৪)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিফিনের সময় নবম শ্রেণীর ছাত্র রেদওয়ান বিদ্যালয়ের তৃতীয় তলার বারান্দায় গিয়ে ওই জুনিয়র তিন ছাত্রকে ধাক্কাধাক্কি করতে থাকে। এক পর্যায়ে বারান্দার রেলিংয়ের ওপর দিয়ে তারা তিনজন নিচে পড়ে যায়।
এ ঘটনার পরে আহত হাবিব ও আবিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এবং আরিয়ানকে পক্সগু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত ছাত্রদের হাসপাতালে নিয়ে আসা স্কুলের সহকারী শিক্ষক মোমতাজ উদ্দিন বলেন, ‘এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় স্কুলের সামনে পড়ে থাকা তিন ছাত্রকে উদ্ধার করে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই।

যতোটুকু শুনেছি রেদোয়ান নামের এক ছাত্র তাদের ধাক্কা দিয়েছে। তবে রেদওয়ান কেন এমন আচরণ করেছে সে বিষয়ে এখনো আমরা জানতে পারিনি।’

অপরদিকে তিন ছাত্রের আহত হবার সংবাদ শুনে বিদ্যালয়ে ছুটে যান অভিভাবকরা।
হাম্মাদিয়া স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল আমিন বলেন, এক ছাত্র তিন জনকে ছাদ থেকে ফেলে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে। আমরা তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলছি।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা স্কুলে যাই। ওই ছাত্র কেন তিনজনের সঙ্গে ধাক্কাধাক্কি করেছে তা বোঝার চেষ্টা করছি।

About Bangla Tidings

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পদ্মা সেতুতে বসল ২৭তম স্প্যান, দৃশ্যমান ৪০৫০ মিটার

ঢাকা,২৮ মার্চ পদ্মা সেতুর ২৭তম স্প্যান স্থাপিত হলো শনিবার (২৮ মার্চ)। ফলে নির্মাণাধীন পদ্মা সেতুর ...

করোনা ভাইরাস: আক্রান্তের সংখ্যায় শীর্ষে আমেরিকায়

আমেরিকায় ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে মারণরোগ করোনা ভাইরাস। এবার আক্রান্তের সংখ্যায় গোটা বিশ্বকে ছাপিয়ে গেল ...

বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া প্রয়াত

ঢাকা ২৭ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ...

করোনা ভাইরাসের ছবি প্রকাশ করল ভারত

  বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক। করোনা ভাইরাস মোকাবিলা করতে ব্যস্ত হলেও সদুত্তর পাননি বিশেষজ্ঞরা। বিজ্ঞানীদের ...