Home » বাংলাদেশ » নগর-মহানগর » ধাক্কাধাক্কিতে ছাদ থেকে পড়ে তিন স্কুল পড়ুয়া আহত

ধাক্কাধাক্কিতে ছাদ থেকে পড়ে তিন স্কুল পড়ুয়া আহত

পুরান ঢাকার নয়াবাজারের একটি বিদ্যালয়ে ছাত্রদের ধাক্কাধাক্কিতে তৃতীয় তলা থেকে তিন ছাত্র নিচে পড়ে গিয়ে আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে রাজধানীর হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের সহপাঠী ও শিক্ষকরা জানান, নবম শ্রেণীর ছাত্র রেদওয়ান (১৫) ষষ্ঠ শ্রেণীর তিনজনের সঙ্গে ধাক্কাধাক্কি করতে থাকলে ওই জুনিয়র তিনজন ভবন থেকে নিচে পড়ে আহত হয়।

আহতরা ছাত্ররা হচ্ছে- ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. হাবিব (১৩), তাসিম রহমান আবির (১৩) ও আরিয়ান শাহ (১৪)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিফিনের সময় নবম শ্রেণীর ছাত্র রেদওয়ান বিদ্যালয়ের তৃতীয় তলার বারান্দায় গিয়ে ওই জুনিয়র তিন ছাত্রকে ধাক্কাধাক্কি করতে থাকে। এক পর্যায়ে বারান্দার রেলিংয়ের ওপর দিয়ে তারা তিনজন নিচে পড়ে যায়।
এ ঘটনার পরে আহত হাবিব ও আবিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এবং আরিয়ানকে পক্সগু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত ছাত্রদের হাসপাতালে নিয়ে আসা স্কুলের সহকারী শিক্ষক মোমতাজ উদ্দিন বলেন, ‘এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় স্কুলের সামনে পড়ে থাকা তিন ছাত্রকে উদ্ধার করে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই।

যতোটুকু শুনেছি রেদোয়ান নামের এক ছাত্র তাদের ধাক্কা দিয়েছে। তবে রেদওয়ান কেন এমন আচরণ করেছে সে বিষয়ে এখনো আমরা জানতে পারিনি।’

অপরদিকে তিন ছাত্রের আহত হবার সংবাদ শুনে বিদ্যালয়ে ছুটে যান অভিভাবকরা।
হাম্মাদিয়া স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল আমিন বলেন, এক ছাত্র তিন জনকে ছাদ থেকে ফেলে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে। আমরা তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলছি।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা স্কুলে যাই। ওই ছাত্র কেন তিনজনের সঙ্গে ধাক্কাধাক্কি করেছে তা বোঝার চেষ্টা করছি।

About Bangla Tidings

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অস্বাস্থ্যকর শহর: ঢাকাকে ছাড়িয়ে শীর্ষে দিনাজপুর

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে সবচেয়ে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকাকে পিছনে ফেলে শীর্ষে উঠে ...

চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ১৬তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুললো ভারত। এর মাধ্যম আটবার ...

জাতিসংঘের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

চৌধুরী তুহি, ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ...

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক-পরিচালক এর দুই বছর কারাদণ্ড, মার্কিন দূতাবাসের উদ্বেগ

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ ...