ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকবার জ্বলে উঠলেন রোহিত শর্মা। খেললেন বিস্ফোরক এক ইনিংস। সোমবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে ক্যারিবীয়দের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ২০টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা। আর তাতে ভারতীয়দের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে শচীনকে পিছনে ফেলে দিয়েছেন রোহিত।
মুম্বইয়ে সোমবার টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। রোহিতের ১৬২ ও অম্বতি রাইডুর ১০০ রানে ভর করে ৫ উইকেটে ৩৭৭ রানের পুঁজি গড়ে স্বাগতিকরা। সিরিজে এদিন নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেন রোহিত।
ওয়ানডে ক্যারিয়ারে রোহিতের এটি ২১তম সেঞ্চুরি। প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ১৫২ রানের অপরাজিত ইনিংস। প্রথম ওয়ানডেতে ১৫২ রানের ইনিংস খেলে সর্বাধিক দেড়শ রানের ইনিংসের তালিকায় শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলেন রোহিত। এবার আরেকটি দেড়শতাধিক রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ডটিকে আরো মজবুত করলেন এই ডানহাতি। মোট সাতটি দেড়শতাধিক ইনিংস এখন রোহিতের। যা আর কারো নেই। কিন্তু এক্ষেত্রে তো আর নতুন করে পেছনে ফেলা হলো না শচীনকে। সেটি ফেলেছেন আগেই।
আসলে ওয়ানডেতে ১৯৫টি ছক্কা হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে এতোদিন দ্বিতীয় স্থানে ছিলেন শচীন টেন্ডুলকার। রোহিত শর্মা এদিন শচীনকে তিনে ঠেলে দিয়েছেন। ১৯৮টি ছক্কা মেরে ভারতীয়দের মধ্যে এখন দ্বিতীয় রোহিত। সর্বাধিক ২১১ ছক্কা মহেন্দ্র সিং ধোনির। ১৮৯ টি ছক্কার মালিক সৌরভ গাঙ্গুলি চতুর্থ এবং ১৫৩টি ছক্কা মেরে যুবরাজ সিংহ এই তালিকায় আছেন পঞ্চম স্থানে।