রাজনৈতিক দলের সঙ্গে আইনজীবীদের বৃহৎ ঐক্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার মইনুল হোসেনকে কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হয়েছে আইনমন্ত্রীকে এর জবাব দিতে হবে উল্লেখ করে ড. কামাল বলেন, দেশটাকে আমরা জঙ্গল বানাতে যাচ্ছি। সভ্য দেশে এ ধরনের ঘটনা হতে পারে না। বিনা কারণে কেন সরকার এগুলো করছে। সরকারের মাথা কী খারাপ হয়ে গেছে। তিনি আইনমন্ত্রীর উদ্দেশে বলেন, নামে গণতন্ত্র হলেও চরম স্বৈরতন্ত্রের পরিচয় দিচ্ছেন। যার চাকরি করছেন তাকে বুঝান। কোনো দেশে প্রধানমন্ত্রী বলে না তোমরা মামলা করো।
এটি লজ্জাকর। ৪৭ বছর হল দেশ স্বাধীন হয়েছে, এখন এগুলো দেখতে হবে, শুনতে হবে তা ভাবিনি। এভাবে কি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হচ্ছে।
তিনি বলেন, সাত দফা এখন মানুষের মুখে মুখে উঠে গেছে। আমাদের এখন যে দাবি ২০০৬ সালের শেখ হাসিনাও এমন দাবির কথা বলেছিলেন। সরকারে থাকলে এক আর বিরোধী দল থাকলে আরেক কথা এটাতো হবে না