আইনের শাসনের সাথে গণতন্ত্র ও মৌলিক অধিকার সমন্বয় করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
মাহমুদ হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের তিন অঙ্গকেই এক সঙ্গে কাজ করে যেতে হবে। তিনটি অঙ্গের সমন্বিত প্রয়াস আইনের শাসন তথা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
