Home » প্রচ্ছদ » কবিতা-“তুমিই আমার সব”

কবিতা-“তুমিই আমার সব”

  “তুমিই আমার সব”

                                 -ক্লিশিত কমল

জীবনের সব কালো করতে চাই শেষ,
বার বার মনে পরছে আমার
প্রেমময় সত্তার আদেশ৷
অগো আমার প্রেম,
অগো আমার ভালোবাসা৷
পূর্ণ করে দাও আমার
মনের কল্যাণকর আশা।

তুমি যদি ফিরিয়ে দাও;
আমি কার কাছে যাবো?

অগো রব! তোমার মতো আমি
আর কাকে পাবো?
যে দিকে দু’চোখ মেলি,
যে দিকেই যাই;
সব খানে শুধু যেন তোমাকেই পাই৷

তোমার সৃষ্টি ঐ ক্ষুদ্র সফেদ ফুল,
যা সবুজের বনে মনোরম অতুল!
মালিক, কি মায়া তোমার সৃষ্টিতে৷
যখন কদম পুষ্প ভেজে বৃষ্টিতে!
আবার শিউলি রাতে ফোটে
রাতে ঝরে যায়,
সব কিছু জড়িয়ে আছে হে বন্ধু;
তোমার মায়ায়৷

তুমি অপরূপ সৃষ্টিকর্তা, তুমিই মহাজ্ঞানী,
তোমায় অসম্ভব ভালোবাসতে চাই আমি৷
মালিক! মনের কথা কি করে
প্রকাশ করবো আমি?
তুমিতো চিরন্জ্ঞীব,
তুমিই অন্তরযামী৷
তোমার থেকে কিছু লুকানোর
ক্ষমতা আমার নাই৷
বুঝে না বুঝে কত পাপ করি;
দয়ালু! তাই ক্ষমা চাই!
তুমি দয়ালু, ফিরিয়ে দিওনা,
তোমায় ভরশা করি৷
হে মহান, তৌফিক দাও
যেন তোমারই পথে চলি৷

হে কোমলময়, এ বসুমতিতে যেন
হও তুমিই আমার সব,
তোমায় ডাকছে পাখিরা যত
করে কলরব৷
আমি জানি, আমি মানি,
তুমিই আমার রব, তুমিই আমার সব৷

About Bangla Tidings

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অস্বাস্থ্যকর শহর: ঢাকাকে ছাড়িয়ে শীর্ষে দিনাজপুর

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে সবচেয়ে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকাকে পিছনে ফেলে শীর্ষে উঠে ...

চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ১৬তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুললো ভারত। এর মাধ্যম আটবার ...

জাতিসংঘের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

চৌধুরী তুহি, ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ...

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক-পরিচালক এর দুই বছর কারাদণ্ড, মার্কিন দূতাবাসের উদ্বেগ

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ ...