চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ ধর জানান, ৩ বছর বয়সী তানিম ও ১১ বছর বয়সী রাজিয়া সুলতানা বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন তারা অবস্থায় মারা যায়।
তানিমের মা সোনিয়া আক্তার (২৫), সোনিয়ার এক বছর বয়সী মেয়ে মিম এবং প্রতিবেশী রুবি আক্তার (১৫) বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানান নারায়ণ ধর।
বুধবার সন্ধ্যায় হাটহাজারীর আমান বাজার এলাকার খোশাল শাহ রোডের একটি তিনতলার ভবনে ওই দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর মোল্লা গণমাধ্যমকে বলেন, ওই ভবনের তৃতীয় তলায় আনোয়ার হোসেনের বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আগুন ধরে যায়।
খবর পেয়ে পুলিশ অগ্নিদগ্ধ পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে।
তানিমের বাবা আনোয়ার আমান বাজার এলাকায় একটি কুলিং কর্নার চালাতেন। বুধবারই তিনি পরিবার নিয়ে ওই বাসায় উঠেছিলেন বলে চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছেন।