সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। আগামী ১৪ ও ১৫ই নভেম্বর ইতালির লেক কোমোতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত থাকবেন এসময় দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা।
বিয়ের অনুষ্ঠানের ছবি ফাঁস ঠেকাতে অতিথিদের মোবাইল ফোন সঙ্গে না নিতে অনুরোধ করা হয়েছে বলে যাচ্ছে।
এদিকে বিয়েতে কী ধরনের গহনা পড়বেন দীপিকা? তার মূল্যই বা কতো? এই নিয়ে জল্পনা কল্পনার কমতি নেই ভক্তদের মাঝে।
সম্প্রতি মুম্বইয়ের আদ্ধেরিতে অবস্থিত একটি জুয়েলারি দোকানে গিয়েছিলেন দীপিকা। হীরা সম্বলিত মঙ্গলসূত্রের মূল্য ২০ লাখ রুপি। এছাড়া রণবীর সিংয়ের জন্য একটি চেইনও কিনেছেন তিনি। সব মিলিয়ে ১ কোটি রুপির গহনা কিনেছেন দীপিকা।