বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে অংশ নেবে কি না, আগামী দুদিনের মধ্যে সে সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন অলি আহমেদ
শনিবার গুলশানে বিএনপি কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলের নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান এলডিপির সভাপতি অলি।
তিনি বলেন, “আজকের বৈঠকে নির্বাচন ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে যাব কি যাব না- এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আগামী দুই দিনের মধ্যেই ২৩ দলীয় ঐক্যজোট আমাদের মূল দল বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করব।”