ওয়েস্ট ইন্ডিজকে ১০৪ রানে অলআউট করার পর ৫ম ও শেষ একদিনের ম্যাচে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ২১১ বল হাতে রেখে এ ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জিতলো ভারত।
হারলে সিরিজ চলে যাবে প্রতিপক্ষের হাতে আর জিতলে অন্তত সিরিজ ড্র করে সম্মানটুকু থাকবে। এই সমীকরণ নিয়ে আজ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছিল উইন্ডিজরা। কিন্তু ওই মুখোমুখি হওয়া পর্যন্তই, লড়াই দূরে থাক আব্রুটুকুও রক্ষা হয়নি! না, ভ্রুকুটি নয় কিংবা যা ভাবছেন তেমন কিছুও নয়। জ্যাসন হোল্ডারের দলের দৃষ্টিভঙ্গি থেকে ভাবলে তাঁরা স্রেফ নাম লিখিয়েছে পরিসংখ্যানে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৩১.৫ ওভার ব্যাট করে ১০৪ রানেই গুটিয়ে নিয়েছে নিজেদের। ২১ বছর আগে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে ১২১ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। উপমহাদেশের দলটির বিপক্ষে সেটি ছিল ওয়ানডেতে ক্যারিবীয়দের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। হোল্ডারের দল ১৯৯৭ সালের সেই রেকর্ড আজ নতুন করে লিখলো। ওয়ানডেতে ভারতের বিপক্ষে এটাই ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন দলীয় ইনিংস। সর্বোচ্চ ২৫ রান এসেছে হোল্ডারের ব্যাট থেকে। আর ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজ তাঁদের ইনিংসে যে কয় ওভার হাতে রেখে অলআউট হয়েছে তার থেকেও কম ওভার (১৪.৫ ) খেলে ভারত জিতে গেছে। দলীয় ৬ রানে ধাওয়ান আউট হলেও রোহিত (৬৩*) ও কোহলির (৩৩*) অপরাজিত ৯৯ রানের জুটিই ৯ উইকেটের জয় এনে দেয় টিম ইন্ডিয়াকে।