নিজস্ব প্রতিবেদকঃ
অনিবার্য কারণবশত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবির্তন করা হয়েছে। আগামী ১০ নভেম্বর (শনিবার) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ (রবিবার) ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত থেকে জানা যায়, শুধুমাত্র ৯ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরদিন ১০ নভেম্বর (শনিবার) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ৯ নভেম্বর বিকাল ৩টায় ‘বি’ ইউনিট এবং ১০ নভেম্বর সকাল ১০ টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এ বছর ছয়টি অনুষদের অধীনে মোট এক হাজার ৪০টি আসনের বিপরীতে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস এবং সংশ্লিষ্ট সকল তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮১২- থেকে জানা যাবে।