বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিদানের সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ১৪ দলের পক্ষে দেওয়া এক প্রতিক্রিয়ায় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি আরও বলেছেন, বিএনপি নেত্রীর সিদ্ধান্ত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মানবিক ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এই সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
মোহাম্মদ নাসিম বলেন, আমরা আশা করি ভবিষ্যতের রাজনীতিতে খালেদা জিয়া ও বিএনপি ইতিবাচক ভূমিকা রাখবে।