ঢাকা ২৫ মার্চ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আশা করি খালেদার মুক্তিকে বিএনপি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখবে। তারা আমাদের সকলের অভিন্ন শক্র করোনা মোকাবলিায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগী হবে। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সিআরপিসি’র ৪০১ (১) ধারা বলে তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা, অভিজ্ঞ ও দুরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৈশ্বিক ও দেশের ভয়াবহ এ সঙ্কটকালে সব নেতিবাচক রাজনীতি পরিহার করে মানুষকে বাঁচানোর অভিন্ন পথ বেছে নিতে বিএনপির প্রতি আহ্বান জানান কাদের।
Post Views:
22,755
‘আশা করি খালেদার মুক্তিকে বিএনপি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখবে’
ঢাকা ২৫ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আশা করি খালেদার মুক্তিকে বিএনপি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখবে। তারা আমাদের সকলের অভিন্ন শক্র করোনা মোকাবলিায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগী হবে। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সিআরপিসি’র ৪০১ (১) ধারা বলে তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা, অভিজ্ঞ ও দুরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৈশ্বিক ও দেশের ভয়াবহ এ সঙ্কটকালে…
User Rating: Be the first one !