ঢাকা,২৮ মার্চ
পদ্মা সেতুর ২৭তম স্প্যান স্থাপিত হলো শনিবার (২৮ মার্চ)। ফলে নির্মাণাধীন পদ্মা সেতুর ৪০৫০ মিটার দৃশ্যমান হলো। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে এখন ১৪টি বাকি রইল। শনিবার সকালে পদ্মা সেতুর ২৭তম স্প্যান পিয়ার-২৭ এবং ২৮ এর উপর স্থাপন করা হয়েছে। এতে সেতুর ৪০৫০.০০ মিটার ট্রাস স্থাপন সম্পন্ন হলো।
পদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা-৪১। সর্বশেষ ২৭তম স্প্যানটি বসানোর পর আর ১৪টি বাকি রইল।
আজ সেতুর ২৭তম স্প্যানটি জাজিরা, শরীয়তপুর প্রান্তের পিয়ারে বসানো হয়। স্প্যানটি গতকাল কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড-১ হতে নিয়ে যাওয়া হয়। পদ্মা সেতুর ৪২ টি পিয়ারের মধ্যে ৪১টি পিয়ারের কাজ শেষ হয়েছে। বাকি ১ টি পিয়ারের (পিয়ার-২৬) এর কাজ খুব শীঘ্রই শেষ হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।