করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এই প্রথম গোটা ভারতজুড়ে জারি হল জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন। এর অর্থ অত্যন্ত ছোঁয়াচে এই অসুখের মোকাবিলায় সেদেশের রাজ্যগুলিকে কেন্দ্রের নির্দেশ মেনে চলতেই হবে। মঙ্গলবারই জাতির উদ্দেশ্যে ভাষণে এই আইন জারির কথা জানিয়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই তথ্য দিচ্ছে স্থানীয় গণমাধ্যম।
স্বাস্থ্য পরিষেবা সাধারণত রাজ্যের আওতাধীন বিষয়। কিন্তু বিপর্যয় মোকাবিলা আইন জারি করে প্যানডেমিক করোনভাইরাসের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের নির্দেশই মেনে চলতে হবে রাজ্যগুলিকে। কেন্দ্র ও রাজ্যের শীর্ষস্তরের আধিকারিকের সঙ্গে বৈঠকে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়। তবে কারফিউ জারি করা হবে কিনা, সেই প্রশ্নের উত্তরে জানানো হয় যে এটি কোনও আইন-শৃঙ্খলার সমস্যা নয়। সেক্ষেত্রে গোলমাল সৃষ্টিকারীকে সহজেই চিহ্নিত করা যায়। এই সমস্যা আরও কঠিন বলে মন্তব্য করা হয়েছে। জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী প্রশাসনের নির্দেশ কেউ মেনে না চললে তার বিরুদ্ধে কঠোন আইনি ব্যবস্থা নেওয়া হবে। ২০০৫ সালে এই আইন লাগু করা হয়। এই আইন অনুযায়ী প্রাকৃতিক বা মানুষের তৈরি বিপর্যয়ের ক্ষেত্রে এই আইন কার্যকর করা যেতে পারে।