Home » আন্তর্জাতিক » করোনা ভাইরাস; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজার

করোনা ভাইরাস; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক , ২৫ মার্চ

করোনা ঝড়ে লন্ডভন্ড বিশ্ব। প্রতি মূহুর্তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। চীনের পর এখন ইতালি ও স্পেনের অবস্থা ভয়াবহ। ইতালিতে শেষ ২৪ ঘন্টায় ৭৪৩ জন মানুষ মারা গেছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮২০ জনে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ১৭৬। ইতালির পরে সবচেয়ে খারাপ অবস্থায় আছে স্পেন। প্রতিদিন হু হু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। দেশটিকে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার। নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯২২ জন। এতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪২ হাজার।

ওদিকে যুক্তরাষ্ট্রের অবস্থাও নিয়ন্ত্রণের বাইরে। গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৯২১ জন করোনায় আক্রান্ত হয়েছে এতে করে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৬৫৫ জন। মারা গেছে ৬৯৮ জন মানুষ।

ফ্রান্সে একদিনে ২৪০ জন মানুষ মারা গেছে। এতে মৃতের সংখ্যা ১ হাজার ১শত জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৪৮ জন। মোট সংখ্যা ২২ হাজার ৩০৪।

ইউরোপ আমেরিকার সাথে এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও ভীতিকর হতে শুরু করেছে করোনা পরিস্থিতি। ইরানে এখন পর্যন্ত মারা গেছে ১২২ জন। আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৮১১ জন। আফ্রিকার দেশগুলোতেও ছড়াচ্ছে করোনা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় ২১ দিনের লকডাউন জারি করা হয়েছে।

About Bangla Tidings

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অস্বাস্থ্যকর শহর: ঢাকাকে ছাড়িয়ে শীর্ষে দিনাজপুর

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে সবচেয়ে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকাকে পিছনে ফেলে শীর্ষে উঠে ...

চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ১৬তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুললো ভারত। এর মাধ্যম আটবার ...

জাতিসংঘের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

চৌধুরী তুহি, ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ...

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক-পরিচালক এর দুই বছর কারাদণ্ড, মার্কিন দূতাবাসের উদ্বেগ

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ ...